স্টাফ নার্স নিয়োগ

1306
0
nurse recruitment

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন পশ্চিম মেদিনীপুর জেলায় ন্যাশনাল আরবান হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ত১৮ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে (Nurse recruitment)৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে,

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতন: প্রতি মাসে পারিশ্রমিক ২৫০০০ টাকা৷

যোগ‍্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেএনএম/ বিএসসি নার্সিং, স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে৷

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা৷ যে অ্যাকাউন্ট নম্বরে টাকা দিতে হবে সেটি হল ০৭৮৮০১০১৫৯৬০৩, আইএফএসসি কোড: PUNB0078820, ব্যাঙ্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, শাখা: সিপাই বাজার (পশ্চিম মেদিনীপুর), ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর৷

আবেদনের পদ্ধতি : www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত৷

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Nurse recruitment)।