পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল আরবান হেলথ মিশনে স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার (nurse recruitment),
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ডিজিএমও, এফটিএমও প্রভৃতি পদে নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।
মেমো নম্বর: DHFWS/3274/22.
যোগ্যতা, বয়স ও পারিশ্রমিক: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (ডিজিএমও): এমবিবিএস সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ
এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর। পারিশ্রমিক ৬০০০০ টাকা।
এফটিএমও: এমবিবিএস সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর। পারিশ্রমিক ৬০০০০ টাকা।
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ হায়ার সেকেন্ডারি পাশ এবং প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে দু বছরের ডিপ্লোমা।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৮০০০ টাকা।
জিডিএ (আয়ুশ): শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।
বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর, পারিশ্রমিক ৮০০০ টাকা।
স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার: এমবিবিএস সঙ্গে মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।
স্টাফ নার্স: জেএনএম পাশ এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ২৫০০০ টাকা।
সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: স্টাফ নার্স, সিএইচএ আরবার এবং এএনএম/ সিএইচএ পদে নিয়োগের ইন্টারভিউ হবে ১ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০.৩০ মিনিটে।
জিডিএমও, এফটিএমও, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, অপথ্যালমেটিক অ্যাসিস্ট্যান্ট এবং জিডিএ (আয়ুশ) পদে নিয়োগের ইন্টারভিউ হবে ৪ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০.৩০ মিনিটে।
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Conference Hall (1st Floor) DRS Building, Near Pharmacy CDollege, CMOH Office, Jalpaiguri.
আবেদনের ফি: ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা। অ্যাকাউন্ট নম্বর: ৪৪২০১০১০০০৪১৫১১,
আইএফএসসি কোড: UTIB0000442, ব্যাঙ্কের নাম: অ্যাক্সিস ব্যাঙ্ক, শাখা: জলপাইগুড়ি।
ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে (nurse recruitment)।
আরও খবর: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি