২৬৬ নার্সিং অফিসার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সে

900
0
UPSC Nursing Officer Recruitment

ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আন্ড নিউরো সায়েন্সে (বেঙ্গালুরু) ২৬৬ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে৷ এছাড়াও কিছু পদে নিয়োগ হবে, লেখার শেষে জানানো হল।NO.NIMH/PER(6)/RECT/ADVT-1/2021-22.

শূন্যপদ: ২৬৬ (অসংরক্ষিত ৮২, তপশিলি জাতি ৬৩, তপশিলি উপজাতি ৩০, ওবিসি ৬৬, ইডব্লুএস ২৫)৷

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং

অথবা

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং

সবক্ষেত্রেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসেবে নাম নথিভু্ক্ত থাকতে হবে৷

অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা৷

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷

পারিশ্রমিক: লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ http://www.nimhans.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ সরাসরি https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Application-form.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডউনলোড করতে পারবেন৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ২৮ জুন ২০২১ তারিখের মধ্যে পৌঁছতে হবে The Director, NIMHANS, PB No. 2900, Hosur Road, Bengaluru-560029 ঠিকানায়৷

নার্সিং অফিসার ছাড়াও সিনিয়র সায়েন্টিফিক অফিসার, কম্পিউটার প্রোগ্রামার, জুনিয়র সায়েন্টিফিক অফিসার, স্পিচ থেরাপিস্ট অ্যান্ড অডিওলজিস্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টিচার ফর এমআর চিলড্রেন ও অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পদে ৯ জন নিয়োগ করা হবে, বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

নোটিসটি দেখতে ক্লিক করুন