Site icon জীবিকা দিশারী

২৬৬ নার্সিং অফিসার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সে

UPSC Nursing Officer Recruitment

ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আন্ড নিউরো সায়েন্সে (বেঙ্গালুরু) ২৬৬ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে৷ এছাড়াও কিছু পদে নিয়োগ হবে, লেখার শেষে জানানো হল।NO.NIMH/PER(6)/RECT/ADVT-1/2021-22.

শূন্যপদ: ২৬৬ (অসংরক্ষিত ৮২, তপশিলি জাতি ৬৩, তপশিলি উপজাতি ৩০, ওবিসি ৬৬, ইডব্লুএস ২৫)৷

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং

অথবা

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং

সবক্ষেত্রেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসেবে নাম নথিভু্ক্ত থাকতে হবে৷

অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা৷

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷

পারিশ্রমিক: লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ http://www.nimhans.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ সরাসরি https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Application-form.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডউনলোড করতে পারবেন৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ২৮ জুন ২০২১ তারিখের মধ্যে পৌঁছতে হবে The Director, NIMHANS, PB No. 2900, Hosur Road, Bengaluru-560029 ঠিকানায়৷

নার্সিং অফিসার ছাড়াও সিনিয়র সায়েন্টিফিক অফিসার, কম্পিউটার প্রোগ্রামার, জুনিয়র সায়েন্টিফিক অফিসার, স্পিচ থেরাপিস্ট অ্যান্ড অডিওলজিস্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টিচার ফর এমআর চিলড্রেন ও অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পদে ৯ জন নিয়োগ করা হবে, বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version