হোমিওপ্যাথি ইনস্টিটিউটে নার্স, টেলিফোন অপারেটর

1883
0
nursing sister job

কেন্দ্রীয় সরকারের আয়ুশ মন্ত্রালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে ১২ জন রেডিওগ্রাফার, নার্সিং সিস্টার,

স্টাফ নার্স, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে।

বয়সসীমা: নার্সিং সিস্টার পদে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর, স্টাফ নার্স পদে বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর, রেডিওগ্রাফার/ জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট ও রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর পদে বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।

যোগ্যতা: রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে স্নাতক সঙ্গে রেডিওগ্রাফিতে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নার্সিং সিস্টার ও স্টাফ নার্স পদের ক্ষেত্রে বিএসসি নার্সিং পাস এবং অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট পদে কমার্স ডিগ্রি সঙ্গে ইংরেজি/হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি তে টাইপিং স্পিড থাকতে হবে।

রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর পদে যে কোন শাখায় স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.nih.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদন পত্র ও যাবতীয় প্রমাণ প্রত্যাদির জেরক্স পাঠাতে হবে To the Director, National Institute of Homeopathy, Block -GE, Sector 3, Salt Lake, Kolkata-700106 ঠিকানায়। আবেদনপত্র পৌঁছাতে হবে ২৪ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে।

 

আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি দেখতে ক্লিক করুন