Site icon জীবিকা দিশারী

হোমিওপ্যাথি ইনস্টিটিউটে নার্স, টেলিফোন অপারেটর

nursing sister job

কেন্দ্রীয় সরকারের আয়ুশ মন্ত্রালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে ১২ জন রেডিওগ্রাফার, নার্সিং সিস্টার,

স্টাফ নার্স, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে।

বয়সসীমা: নার্সিং সিস্টার পদে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর, স্টাফ নার্স পদে বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর, রেডিওগ্রাফার/ জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট ও রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর পদে বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।

যোগ্যতা: রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে স্নাতক সঙ্গে রেডিওগ্রাফিতে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নার্সিং সিস্টার ও স্টাফ নার্স পদের ক্ষেত্রে বিএসসি নার্সিং পাস এবং অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট পদে কমার্স ডিগ্রি সঙ্গে ইংরেজি/হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি তে টাইপিং স্পিড থাকতে হবে।

রিসেপ্সনিস্ট কাম টেলিফোন অপারেটর পদে যে কোন শাখায় স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.nih.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদন পত্র ও যাবতীয় প্রমাণ প্রত্যাদির জেরক্স পাঠাতে হবে To the Director, National Institute of Homeopathy, Block -GE, Sector 3, Salt Lake, Kolkata-700106 ঠিকানায়। আবেদনপত্র পৌঁছাতে হবে ২৪ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে।

 

আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version