সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে সারাদেশে ৫১ অফিসার

1524
0
Bank

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের সারাদেশের শাখাগুলির জন্য চারটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫১ জন অফিসার নিয়োগ করা হবে (Officers recruitment)।

অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের নাম, শূন্যপদ, যোগ্যতা, বয়স: ১) প্রবেশনারি অফিসার (লিগ্যাল) স্কেল ওয়ান: শূন্যপদ ১০।

ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এলএলবি (নিয়মিত কোর্স) পাশ হতে হব, বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। প্রবেশন পিরিয়ড দু বছর।

২) অফিসার (কালেকশন অ্যান্ড রিকভারি) স্কেল টু/ থ্রি: শূন্যপদ ৪। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ব্যাঙ্কিং/ ফিনানশিয়াল সেক্টরে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। প্রবেশন পিরিয়ড এক বছর।

৩)অফিসার/ এগজিকিউটিভ-এনআরআই বিজনেস: হেড- ব্রাঞ্চ সেলস: ১, রিজিওনাল সেলস ম্যানেজার: ৯, হেড এনআর অ্যাকুইজিশন: ১, হেড রিলেশনশিপ ম্যানেজার: ৪। যে-কোনো শাখায় স্নাতক। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। প্রবেশন পিরিয়ড ১ বছর।

৪) অফিসার/ এগজিকিউটিভ-পিওএস: হেড পিওএস: ১, হেড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস: ১, প্রোডাক্ট সেলস ম্যানেজার: ২০। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক

(প্রোডাক্ট সেলস ম্যানেজারের ক্ষেত্রে নম্বরের কড়াকড়ি নেই)। হেড পিওএসের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ৪০ বছর এবং প্রোডাক্ট সেলস ম্যানেজারে ৩৫ বছর।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে।

সবকটি পদের ক্ষেত্রেই ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে।

আবেদনের ফি: ৮০০ টাকা সঙ্গে জিএসটি এবং অন্যান্য চার্জ। তপশিলি জাতি/ উপজাতিদের ২০০ টাকা সঙ্গে জিএসটি ও অন্যান্য চার্জ।

আবেদনের পদ্ধতি: www.southindinbank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

https://recruit.southindianbank.com/RDC/ লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন (Officers recruitment)।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল