Site icon জীবিকা দিশারী

টাঁকশালে ৪২ অফিসার, সুপারভাইজার, ড্রাফটম্যান

Jr Technician Recruitment 2023

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৪২ ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজার (টেকনিক্যাল অপারেশন, টেকনিক্যাল কন্ট্রোল, টেকনিক্যাল অপারেশন স্টুডিও, টেকনিক্যাল অপারেশন মেকানিক অ্যান্ড এসি প্ল্যান্ট মেন্টেন্যান্স, টেকনিক্যাল অপারেশন ইলেক্ট্রিক্যাল, টেকনিক্যাল অপারেশন ইলেক্ট্রনিক্স, সিভিল), জুনিয়র ড্র্যাফটসম্যান (মেকানিক) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২০।

বয়সসীমা: জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক) পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, বাকি পদগুলির জন্য ৩০ বছর। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ২১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে প্রফেশনাল নলেজ, জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। মোট ১২০টি প্রশ্ন, ১২০ নম্বর, সময় ২ ঘণ্টা।

আবেদনের ফি: ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ২০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: http://ispnasik.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি https://ibpsonline.ibps.in/ispnwjdoct20/ লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

 

https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version