অয়েল ইন্ডিয়ায় বিভিন্ন পদে ৫৩৫

2534
0
haldia refinery recruitment 2023

অয়েল ইন্ডিয়া লিমিটেডে গ্রেড থ্রি পদে ৫৩৫ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HRAQ/REC-WP-B/2021-06.

বয়সমীমা: ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: https://www.oil-india.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত (Oil India recruitment 2021)।

নোটিসটি দেখতে ক্লিক করুন