ওএনজিসিতে ৩৬১৪ অ্যাপ্রেন্টিস

1580
0
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ৩৬১৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (ONGC apprentice 2022)। বিজ্ঞপ্তি নম্বর: ONGC/APPR/1/2022.

বয়সসীমা: ১৫ মে ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ১৫ মে ১৯৯৮ থেকে ১৫ মে ২০০৪ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বীরভূম জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনি নেওয়া হবে সেগুলি হল- অ্যাকাউন্টস এগজিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান (সিভিল), ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক,

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট), মেশিনিস্ট, মেকানিক (মোটর ভিকল),

মেকানিক ডিজেল, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (কার্ডিওলজি অ্যান্ড ফিজিওলজি), মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি),

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিওলজি), সার্ভেয়ার, ওয়েল্ডার, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা, ট্রেড অ্যাপ্রেন্টিসদের প্রথম বছরে ৭৭০০

এবং দ্বিতীয় বছরে ৮০৫০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: অ্যাকাউন্টস এগজিকিউটিভ: কমার্সে ব্যাচেলর ডিগ্রি।

অফিস অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর অব আর্টস অথবা বিবিএ।

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ ড্রাফটসম্যান (সিভিল)/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/

ফিটার/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স/ মেশিনিস্ট/ মেকানিক (মোটর ভিকল)/

মেকানিক ডিজেল/ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান/ রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক পদে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে আইটিআই।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের https//portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৫ মে ২০২২ তারিখ পর্যন্ত (ONGC apprentice 2022)।

 

 নোটিসটি দেখতে ক্লিক করুন