ওএনজিসিতে ৩১৩ গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ

1667
0
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন মিলিটেডে ইঞ্জিনিয়ারিং এবং জিও-সায়েন্সেস ডিসিপ্লিনে ৩১৩ জন গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ করা হবে গেট ২০২০ স্কোরের মাধ্যমে (ONGC graduate trainee)। বিজ্ঞপ্তি নম্বর: 2/2021 (R&P).

যোগ্যতা: এইই (সিমেন্টিং, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, প্রোডাকশন- মেকানিক্যাল/ কেমিক্যাল/ পেট্রোলিয়াম, ট্রান্সপোর্ট অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রি। বাকি পদগুলির ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি।

বর্ধমান পুরসভায় মাধ্যমিক যোগ্যতায় স্বাস্থ্যকর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বয়সসীমা: এইই (ড্রিলিং/সিমেন্টিং) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। অন্যান্য পদের জন্য ৩০ বছর। সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩১ জুলাই ২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ongcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ২৪৭ চাকরির খবর দেখতে ক্লিক করুন

অনলাইন আবেদন করতে গেট রেজিস্ট্রেশন আইডি ও অ্যাপ্লিকেশন আইডি দরকার হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (ONGC graduate trainee)।

 নোটিসটি দেখতে ক্লিক করুন