ওএনজিসিতে বিভিন্ন পদে ৯২২ কর্মী নিয়োগ

802
0
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ফায়ারম্যান, ড্রাইভার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে ৯২২ জন কর্মী নিয়োগ করা হবে (ongc recruitment 2022)।

বিজ্ঞপ্তি নম্বর: 2/2022 (R&P).

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/ স্কিল টেস্ট/ টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কলকাতা ছাড়াও বোকারো, আগরতলা, যোধপুর, চেন্নাই, কারাইকাল, গোয়া, মুম্বই, দিল্লি, দেহরাদুন প্রভৃতি জায়গায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা থাকবে।

যোগ্যতা: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি, জিওলজি, জিওফিজিক্স): সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পিঅ্যান্ডএ, অ্যাকাউন্টস, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মেটারিয়াল ম্যানেজমেন্ট): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিমেন্টিং, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, বয়েলার, সিভিল, প্রোডাকশন ড্রিলিং, ড্রিলিং): সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র ফায়ার সুপারভাইজার পদে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: ৩০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শাররিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদবের পদ্ধতি: https://www.ongcindia.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ মে ২০২২ তারিখ পর্যন্ত (ongc recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন