Site icon জীবিকা দিশারী

ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরীক্ষা, ইন্টারভিউ: সময় বাঁচাতে রপ্ত করে নিন প্রক্রিয়া

Result, PSC Result, WB Police Result

কেন্দ্রে, রাজ্যে নানা পরীক্ষা, ইন্টারভিউ পিছোচ্ছে কোভিড-১৯-এর বাড়বৃদ্ধির কারণে। জায়গা করে নিচ্ছে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরীক্ষা, ইন্টারভিউ (Online exam, Interview)। একেবারেই নতুন দিনের নতুন ধরন। পরীক্ষা পিছোনোর এই সুযোগটাকে স্পিড বাড়ানোর প্রস্তুতির কাজে লাগানো যায়। যেমন ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরীক্ষা বা ইন্টারভিউয়ের স্পিড বাড়াতে সম্ভাব্য ফর্ম্যাটগুলো আর‌ও আয়ত্ত করে নেওয়া, প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে তা মাথায় রেখে সময়ের ব্যবহার অভ্যাস করা, কোভিডবিধিতে অভ্যাস, যাতায়াতের ব্যাপার থাকলে সেই সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ীও ব্যবহারিক ভাবে তৈরি হ‌ওয়া, নতুন সতর্কতা বাড়িয়ে পুষ্টিকর খাওয়া-দাওয়া, সর্বোপরি সুস্থ থাকা, আক্রান্ত হলে পরীক্ষার কী ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধেও আগাম তৈরি থাকা।
যেমন, সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন‌ও ডব্লুবিসিএস ও মিসলেনিয়াস সার্ভিসের ইন্টারভিউ অনলাইনে নেওয়ার ব্যবস্থা করল।
জানা গেল, এইধরনের ইন্টারভিউয়ের নানা দিক, শর্ত। যেমন, ইন্টারভিউয়ের দিনক্ষণ, ঠিকানা ইত্যাদি যথাসময়ে জানিয়ে দেওয়া হয় ইমেল করে। তাতে দেওয়া হয় ইন্টারভিউকক্ষের লিঙ্ক‌ও। প্রার্থীকে এমন আলোঝলমল ঘরের ব্যবস্থা করতে হবে যেখানে পুরো ঘরটা কম্পিউটারের ওয়েবক্যামেরায় স্পষ্ট দেখা যায়। কম্পিউটার‌ও হবে ওয়েব ক্যামেরা/স্মার্টফোন/ট্যাবলেটযুক্ত। ইন্টারনেট‌ও হাইস্পিড হতে হবে যাতে ভিডিও কনফারেন্স টানতে পারে। মোবাইল অন রাখতে হবে সারাক্ষণ যাতে ভিডিও কনফারেন্সের মতোই কর্তৃপক্ষ ফোন করতে পারেন।  মোবাইল রাখতে হবে সায়লেন্ট মোডে যাত ইন্টারভিউয়ের সময় কোনো বিঘ্ন না ঘটে।
আধঘণ্টা আগে ঘরে ঢুকে সব প্রয়োজনীয় যন্ত্রপাতি অন করতে হবে, কম্পিউটারের সামনেই থাকতে হবে, পরীক্ষা শেষ হবার পরে নির্ধারিত সময় পর্যন্ত ওই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না, ক্যামেরায় এমন কাউকে দেখা গেলে সব বাতিল হতে পারে।
ইন্টারভিউয়ের অন্তত তিনদিন আগে http://wbpsc.examsonline.co.in লিঙ্কে আপলোড করে রাখতে হবে বিভিন্ন প্রমাণপত্রের স্ক্যান করা কপি, যেমন:
১. পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ছবি। ২. জন্মতারিখ প্রমাণের জন্য মাধ্যমিক/সমতুল সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড। ৩. প্রয়োজনীয় ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট/ মার্ক্ষশিট। ৪. ওবিসিদের ক্ষেত্রে বর্তমান এনসিএল সার্টিফিকেট। ৫. প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট। ৬. নোটিফিকেশনের সঙ্গে দেওয়া চয়েসশিট (সার্ভিস/পদ নির্বাচনের প্রযোজ্য ক্ষেত্রে)।
এইসব প্রমাণপত্র কোনো গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসারকে দিয়ে প্রত্যয়িত করানো হয়েছে এই মর্মে তাঁর সার্টিফিকেট দাখিল করতে হবে নোটিফিকেশনের সঙ্গে দেওয়া নির্ধারিত ফর্ম্যাটে। সেই সার্টিফিকেটের স্ক্যান করা কপিও আপলোড করতে হবে।
Exit mobile version