পিএসসির উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদেও অনলাইন ইন্টারভিউ

1041
0
WBPSC Clerkship Recruitment 2023

রাজ্য সরকারের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিসজ অ্যান্ড হর্টিকালচার দপ্তরে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদের ইন্টারভিউও হবে অনলাইনে (online interview)।

কোভিড-১৯ সংক্রমণের বাড়বৃদ্ধির কারণে। প্রসঙ্গত, ডব্লুবিসিএস, মিসলেনিয়াস সার্ভিস ইত্যাদি কিছু পরীক্ষার ইন্টারভিউও এবার অনলাইনে।

উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদের অনলাইন ইন্টারভিউয়ের তারিখ প্রকাশিত হয়েছে৷

প্রার্থীর রোল নম্বর অনুযায়ী ইন্টারভিউয়ের তারিখ ও সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ১৩ মের একটি বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নম্বর: ৩৫/২০১৯)৷

ইন্টারভিউয়ের তারিখ ও সময়সূচি দেখতে ক্লিক করুন