রাষ্ট্রীয় কেমিক্যালসে ৫০ অপারেটর নিয়োগ

1108
0
operator recruitment

কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে ৫০ জন অপারেটর (কেমিক্যাল) নিয়োগ করা হবে৷

শূন্যপদ: ৫০ (অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ২৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৩, ইডব্লুএস ৪)৷

যোগ্যতা: পূর্ণ সময়ের নিয়মিত বিএসসি (কেমিস্ট্রি) সঙ্গে ফিজিক্স একটি বিষয় হিসেবে থাকতে হবে এবং অ্যাটেন্ডড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে এনসিভিটি৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷

ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে (তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)৷ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩১ মে ২০২১ তারিখের হিসেবে৷

বয়সসীমা: ৩১ মে ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: https://www.rcfltd.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ সরাসরি http://203.199.79.251:3053/Candidate/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ জুন বিকাল ৫টা পর্যন্ত৷

 https://www.rcfltd.com/files/Final%20Website%20Advt_.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷