পদার্থবিদ এবং সংগীত উদ্ভাবক অস্কার সালে

779
0
daily current affairs

তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। পদার্থ বিষয় ছিল প্রিয়। সেই পড়াশোনা করতে করতেই সংগীতের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন। বা ছিলেন চক্ষু চিকিথসক মা ছিসলন সংগীত জগতের মানুষ।

সংগীতের পরিবেশেই বড় হয়ে ওঠা। এবং এই সংগীতই তাঁকে পরিচিতি এনে দেয় দুনিয়া জোড়া।

তাঁর তৈরি অসংখ্য ছবির সুর আজও সংগীত রসিকদের কাছে অন্যতম। তিনি ইলেকট্রিক সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং পথ প্রদর্শক।

২০ শতকের ইলেকট্রিক সংগীতের অনত্যম অগ্রদূত বলা হয় তাঁকে। তিনি অস্কার সালা। একাধারে সংগীতজ্ঞ, সুরকার এবং পদার্থবিদ।

সে সময়ের ফ্রিডরিখ ট্রটওয়েইন নামে এক সংগীত রসিক মানুষ একটি যন্ত্র তৈরি করেন, যে যন্ত্রের মধ্যে থেকে নানা রকমের স্বর, সুর ও পাখির ডাক ও পশুপাখির স্বর তৈরি করা যেত।

এই শব্দ ও সুরের মায়াজালেই জডিয়ে যান অস্কার সালা। সেই যন্ত্রের সুরে নিমগ্ন হয়ে সম্পূর্ণ নিজেকে নিবেদন করেন। তাঁর হাত ধরেই ট্রুটোনিয়াম যন্ত্রই আজ আধুনিক সিন্থেসাইজার বলে মনে করা হয়। যাকে জনপ্রিয় করে তোলেন অস্কার সালা।

তার জন্মস্থান ফ্রাঙ্কফুর্ট, হেসে, জার্মানি। জন্ম তারিখ ১৮ জুলাই ১৯১০। তাঁর জীবনের অনেক কিছুই আজও অজ্ঞাত। জাতিগত পরিচয় জানা যায়নি।

তিনি ১৯৫২ সালে জনসাধারণের কাছে তার নতুন যন্ত্র উপস্থাপন করেন এবং শীঘ্রই এর সার্কিটের জন্য আন্তর্জাতিক লাইসেন্স পান।

১৯৫০ সালে, তিনি কোয়ার্টেট-ট্রুটোনিয়ামও তৈরি করেছিলেন। অস্কার ১৯৪০-১৯৫০ সাল পর্যন্ত অনেক ফিল্ম স্কোরে কাজ করেছিলেন।

১৯৫৮ সালে, তিনি বার্লিনে মার্স ফিল্ম জিএমবিএইচ এ তার নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করেন।

সেখানেই তিনি Veit Harlan’s Different from You and Me (1957), Rolf Thiele’s Rosemary (1959), এবং Fritz Lang’s Das Indische Grabmal (1959) এর মতো চলচ্চিত্রের জন্য ইলেকট্রনিক সাউন্ডট্র্যাক তৈরি করেছিলেন। তিনি তার চলচ্চিত্র স্কোরের জন্য অনেক পুরস্কার পেয়েছেন,

কিন্তু তিনি কখনও অস্কার জেতেননি। জার্মান বিজ্ঞাপনগুলিতেও অনেক কাজ করেছেন। বার্লিনের সম্মানসূচক সিনেটর ছিলেন।

অস্কার আলফ্রেড হিচককের দ্য বার্ডস (১৯৬৩), দ্য ডেথ রে অফ ডাঃ ম্যাবুস (১৯৬৪) এবং ডাই রোট হ্যান্ড (১৯৬০) সহ অসংখ্য ছবিতে যন্ত্রসংগীতের সুর দিয়েছেন। ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি জার্মানির বার্লিনে ৯২ বছর বয়সে মারা যান।

পদার্থবিদ এবং একজন উদ্ভাবনী সংগীত রচয়িতাকে গুগল ডুডুল তাঁর ১১২ তম জন্মবার্ষিকীতে ১৮ জুলাই ২০২২ সম্মান জানাল।