পদ্ম পুরস্কার ২০২১

schedule
2021-02-04 | 12:59h
update
2021-02-04 | 12:59h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কারের ঘোষণা করেন। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ঘোষণা মতো মোট ১১৯ জনকে পদ্ম পুরস্কার (Padma Award) দেওয়া হচ্ছে, তার মধ্যে ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্ম ভূষণ ও ১০২ জন পদ্মশ্রী পুরস্কারে বিবেচিত হয়েছেন।

ভারতের একটি অন্যতম অসামরিক পুরস্কার হল পদ্ম পুরস্কার। এটি ভারত সরকার দ্বারা প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষণা করা হয়। এবং মার্চ-এপ্রিল মাসে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার দেওয়া হয়।

Advertisement

প্রাপকদের তালিকা তৈরি করে প্রতি বছর প্রধানমন্ত্রীর গড়া পদ্ম অ্যাওয়ার্ড কমিটি। নাম সুপারিশ করতে পারেন যে-কেউ, এমনকি নিজেও।

শিল্পকলা, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, কলা, বাণিজ্য ও শিল্প, জনসংযোগ, ওষুধ প্রভৃতি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়।

১৯৫৪ সালে প্রথম পদ্ম পুরস্কার দেওয়া হয়। পদ্ম পুরস্কারের তিনটি ভাগ হল― পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ, পদ্মশ্রী।

এবছর `বাঁটুল দি গ্রেট’, `নন্টে ফন্টে’, `হাদা ভোঁদা’-র স্রষ্টা নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছে।

 

পদ্মবিভূষণ: শ্রী সিনজো আবে (পাবলিক অ্যাফেয়ার্স, জাপান)

শ্রী এসপি বালাসুব্রহ্মণ্যম (আর্ট, তামিলনাড়ু)

ডঃ বেল্লে মোনাপ্পা হেজ (মেডিসিন, কর্নাটক)

শ্রী নরেন্দ্রর সিং কাপানি (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমেরিকা)

মৌলানা ওয়াহিদুদ্দিন খান (স্পিরিচুয়ালিজম, দিল্লি)

শ্রী বিবি লাল (আর্কিওলজি, দিল্লি)

শ্রী সুদর্শন শাহো (আর্ট, ওড়িশা)

সম্পূর্ণ লিস্ট ডাউনলোড করা যাবে https://padmaawards.gov.in/selectionguidelines.aspx লিঙ্ক থেকে (Padma award)।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 20:31:50
Privacy-Data & cookie usage: