পানিহাটি মিউনিসিপ্যালিটিতে মাধ্যমিক যোগ্যতায় ১৭১ মহিলা স্বাস্থ্যকর্মী

2345
0

উত্তর ২৪ পরগনার পানিহাটি মিউনিসিপ্যালিটির (Panihati Municipality) জন্য মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর -PM/General/Health/2021/137, Date: 20.09.2021। মূলত এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

শূন্যপদ : মোট ১৭০ টি সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে।

আরও চাকরির খবর : ওএনজিসিতে ৩১৩ গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা : বিবাহিত/বিবাবিচ্ছিন্না/পতিহীনা মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে। সামাজিক কাজে অভিজ্জতা থাকলে ভালো হয়। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ৩০ থেকে ৪০ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আরও চাকরির খবর : ইউপিএসসির মাধ্যমে ১৯২ জিওলজিস্ট, কেমিস্ট, সায়েন্টিস্ট

আবেদন : আগামী ২৬ অক্টবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির নিজের এটাস্টেড কর কপি দিতে হবে। ১:১০ অনুপাতে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন করার ঠিকানা : Commissioner of the Municipal Corporation (for Municipal Corporation) or Chairperson / Chairperson Board of Administrators / Administrator, Panihati Municipality, Panihati, North 24 Parganas, Kolkata – 114

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন এখানে