প্যারা টিচার, পিএইচ প্রার্থীদের প্রাইমারি  কাউন্সেলিং ১৯ ফেব্রুয়ারি

1125
0
West Bengal Primary Exam, Primary TET, Para Teacher Counselling

পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Primary Exam) মাধ্যমে সংরক্ষিত শ্রেণি যথা প্যারা টিচার (পার্শ্ব শিক্ষক), এগজেমটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ও পিএইচ প্রার্থীদের আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ রাজ্য স্তরের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কাউন্সেলিং হবে “ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন, এপিসি ভবন, ডিকে-৭/১, সেক্টর – ২, সল্টলেক, কলকাতা- ৭০০০৯১” ঠিকানায়। সমস্ত প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত প্রমাণপত্র ও ইন্টারভিউ লেটার সহ উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি লিঙ্ক: ক্লিক করুন

West Bengal Primary Exam, Primary TET, Para Teacher Counselling