প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি

schedule
2021-08-30 | 18:04h
update
2021-08-30 | 18:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অনুমোদিত রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে (paramedical course 2021)৷

ভর্তি প্রক্রিয়া চলবে ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷ ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে৷

যে সমস্ত কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল– ১. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা ২. ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি (ডায়াগোনস্টিক)

৩. ফিজিওথেরাপিতে ডিপ্লোমা ৪. ডিপ্লোমা ইন রেডিওথেরাপেটিক টেকনোলজি ৫. ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি অপথ্যালমিক টেকনিক সহ

৬. নিউরো ইলেক্ট্রা ফিজিওলজিতে ডিপ্লোমা ৭. পারফিউসন টেকনোলজিতে ডিপ্লোমা ৮. ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা

৯. ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা ১০. ডায়ালেসিস টেকনিকে ডিপ্লোমা ১১. অপারেশন থিয়েটার টেকনোলজিতে ডিপ্লোমা

১২. ডায়াবেটিস কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা ১৩. ইলেক্ট্রোকার্ডিওগ্রাফিক টেকনিকে ডিপ্লোমা৷

Advertisement

আবেদনের জন্য যোগ্যতা ও বয়স: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ৷

ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে আলাদাভাবে পাশ নম্বর থাকতে হবে৷ ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ১৭ বছর৷

আবেদনের ফি: ৫০০ টাকা এবং অনলাইন কাউন্সেলিং বাবদ ১০০ টাকা দিতে হবে৷

নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.smfwb.in এবং www.smfwb.examflix.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্মফিলাপ করা যাবে৷

অনলাইন আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷ অনলাইন ফর্ম ফিলাপ করার পর পরীক্ষায় পাশ করলে তবেই ভর্তি হতে পারবেন৷

পরীক্ষা অনলাইন (টেস্ট ফ্রম হোম) এবং অফলাইন দুভাবেই দেওয়া যাবে৷ পরীক্ষা হবে ৩ অক্টোবর ২০২১ তারিখ দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত৷

ওয়েবসাইট থেকে ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করা যাবে৷

যে সমস্ত ইনস্টিটিউটে কোর্স করানো হবে সেগুলি হল

১. ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, ২৪৪, আচার্জ জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা-৭০০০২০৷

২. মেডিক্যাল কলেজ, ৮৮ কলেজ স্ট্রিট, কলকাতা- ৭০০০৭৩৷

৩. এনআরএস মেডিক্যাল কলেজ, ১৩৮ এজেসি বোস রোড, কলকাতা- ৭০০০০৪৷

৪. আরজিকর মেডিক্যাল কলেজ, ১, খুদিরাম বোস সরণি, কলকাতা- ৭০০০০৪৷

৫. ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ৩২, গোরাচাঁদ রোড, কলকাতা- ৭০০০১৪৷

৬. বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, পোস্ট অফিস- কেন্দুদাদিহি, বাঁকুড়া-৭২২১০২৷

৭. বর্ধমান মেডিক্যাল কলেজ, পূর্ব বর্ধমান-৭১৩১০৪৷

৮. নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ, পোস্ট অফিস- সুশরুটা নগর, দার্জিলিং-৭৩৪৪৩২৷

৯. মেদিনীপুর মেডিক্যাল কলেজ, পশ্চিম মেদিনীপুর- ৭২১১০১৷

১০. রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি, ৮৮, কলেজ স্ট্রিট, কলকাতা- ৭০০০৭৩৷ এছাড়া আরও ৭৬টি ইনস্টিটিউট রয়েছে, সেগুলির ঠিকানা উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে (paramedical course 2021)৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 17:03:03
Privacy-Data & cookie usage: