Site icon জীবিকা দিশারী

পশ্চিম বর্ধমান জেলায় ক্রিটিক্যাল কেয়ার ও ল্যাব টেকনিশিয়ান

Purba Bardhaman Recruitment 2024

পশ্চিম বর্ধমান ( Paschim Bardhaman) জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট ও সিসি টেকনিশিয়ান নিয়োগ হবে। ২ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ।বিজ্ঞপ্তি নম্বর DH&FWS/ASL/21-22/75, Date : 13.05.2021

মেডিকেল টেকনোলজিস্ট: মোট শূন্যপদ ৪টি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, মেডিকেল টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে। বেতন হবে ১৭,২২০ টাকা।
সিসি টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৪টি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ক্রিটিকাল কেয়ার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে। বেতন হবে ১৭,২২০ টাকা।
ইন্টারভিউ: আগামী ২০ মে, ২০২১ তারিখ সকাল ১১টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হবে চিফ মেডিকেল অফিসারের অফিস, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ, কল্যাণপুর, আসানসোল ঠিকানায়। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির নিজের প্রত্যয়িত কপি দিতে হবে।
আবেদন পত্রের নমুনা পাওয়া যাবে : ক্লিক করুন
Exit mobile version