পশ্চিম মেদিনীপুরে ৩৫২ গ্রাম সম্পদ কর্মী

4039
0
Murshidabad Job, West Bengal Government Jobs,

পশ্চিম মেদিনীপুরের জেলা সামাজিক নিরীক্ষা বিভাগে সামাজিক নিরীক্ষার কাজে ব্লক ভিত্তিক ৩৫২ জন গ্রাম সম্পদ কর্মী নিয়োগ করা হবে।

ব্লক অনুযায়ী শূন্যপদ (ব্র্যাকেটে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা): মেদিনীপুর সদর (গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৯): শূন্যপদ ৩৮, শালবনী (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ৯, কেশপুর (গ্রাম পঞ্চায়েত ১৫): শূন্যপদ ১৫, গড়বেতা-১ (গ্রাম পঞ্চায়েত ১২): শূন্যপদ ১৩, গড়বেতা-২ (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ৪, গড়বেতা-৩ (গ্রাম পঞ্চায়েত ৮): শূন্যপদ ৪, খড়গপুর-১ (গ্রাম পঞ্চায়েত ৭): শূন্যপদ ২৪, খড়গপুর-২ (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ৪৫, কেশিয়াড়ী (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ৬, মোহনপুর (গ্রাম পঞ্চায়েত ৫): শূন্যপদ ৫, দাঁতন-১ (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ১১, দাঁতন-২ (গ্রাম পঞ্চায়েত ৭): শূন্যপদ ৩, ডেবরা (গ্রাম পঞ্চায়েত ১৪): শূন্যপদ ১২, পিংলা (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ১৬, সবং (গ্রাম পঞ্চায়েত ১৩): শূন্যপদ ১৫, নারায়ণগড় (গ্রাম পঞ্চায়েত ১৬): শূন্যপদ ১৯, চন্দ্রকোনা-১ (গ্রাম পঞ্চায়েত ৬): শূন্যপদ ৮, চন্দ্রকোনা-২ (গ্রাম পঞ্চায়েত ৬): শূন্যপদ ৪, ঘাটাল (গ্রাম পঞ্চায়েত ১২): শূন্যপদ ১১, দাসপুর-১ (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ৮, দাসপুর-২ (গ্রাম পঞ্চায়েত ১৪): শূন্যপদ ৮২।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। আবেদনকারী অথবা তাঁর পরিবারের কাউকে এমজিএনআরইজিএস প্রকল্পে (১০০ দিনের কাজ) কাজ করে থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই স্ব-সহায়ক দলের সদস্য হতে হবে। প্রার্থী যে-ব্লকের জন্য দরখাস্ত করবেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারী যে-ব্লকের বাসিন্দা তিনি কেবলমাত্র সেই ব্লকে গ্রাম সম্পদ কর্মী হিসেবে আবেদন করতে পারবেন। প্রতিবেদন লেখার যোগ্যতা থাকতে হবে, প্রাণোচ্ছল ও কর্মক্ষম হতে হবে। প্রার্থী অবশ্যই কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারী হবেন না বা এমজিএনআরইজিএ/ পিএমএওয়াই বা বিএওয়াই/ এনএসএপি প্রকল্পের রূপায়ণকারী সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত হবেন না, এমজিএনআরইজিএ প্রকল্পের জব সুপারভাইজাররা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

উক্ত নিয়োগ কোনো স্থায়ী বা অস্থায়ী চাকরির নিশ্চয়তা দেয় না। এই পদের জন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেই। পারিশ্রমিক কাজের দিন সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। বর্তমানে দিন প্রতি একজন দক্ষ শ্রমিকের (এমজিএনআরইজিএস অনুযায়ী) পারিশ্রমিক দেওয়া হবে।

কাজের দিনসংখ্যা ও সময়সীমা: আসন্ন সামাজিক নিরীক্ষার কাজে ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ আর্থিক বছরে সর্বাধিক ১৫ দিনের কাজ দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ৪৫ নম্বর পর্যন্ত থাকবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী এবং ৫ নম্বরের ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা, ইন্টারভিউয়ের স্থান-কাল ইত্যাদি জানানো হবে সংশ্লিষ্ট ব্লক/পঞ্চায়েত অফিসের নোটিসবোর্ডে ও নিচের ওয়েবসাইটে।

আবেদনের পদ্ধতি: www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।

https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/notice_regarding_vrp_selection.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।