শিলিগুড়ির ব্যাঙ্কে পিওন

2265
0
India Post Recruitment 2023

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) সার্কেল অফিসের বিভিন্ন শাখায় ২৩ জন পিওন নিয়োগ করা হবে।

শূন্যপদ: জলপাইগুড়ি: ৪, কোচবিহার: ৬, দার্জিলিং: ২, আলিপুরদুয়ার: ৩, কালিম্পং: ১, পূর্ব সিকিম: ৬, দক্ষিণ সিকিম: ১।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ, কাজ চালানোর মতো ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে।

যে জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন সেই জেলার বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। সংশ্লিষ্ট জেলায় পিএনবি-র শাখা থেকে দরখাস্তের বয়ান পাওয়া যাবে।

পূরণ করা আবেদনপত্র, বাসস্থানের প্রমাণপত্র বা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত হলে তার কার্ড ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স আগামী ১১ মার্চের মধ্যে জমা করতে হবে `পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) সার্কেল অফিস, এইচআর ডিপার্টমেন্ট, ৩য় তল, ইউনাইটেড ব্যাঙ্ক বিল্ডিং, হিলকার্ট রোড, শিলিগুড়ি পিন-৭৩৪০০১` ঠিকানায়। ব্যাঙ্ক চলাকালীন সকাল ১০টা থেকে বিকাল ৪টের মধ্যে ব্যক্তিগতভাবে বা স্পিডপোস্টে আবেদনপত্র জমা করা যাবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন  

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল