পশ্চিম বর্ধমান ও নদিয়া পিএনবিতে পিওন নিয়োগ

5743
0
India Post Recruitment 2023

পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩৬ জন পিওন নিয়োগ করা হবে। যে জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

পশ্চিম বর্ধমানের শূন্যপদ: ২২ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮)।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত পিএনবির যে-কোনো শাখা থেকে আবেদনপত্র পাওয়া যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি আগামী ১০ মার্চের মধ্যে জমা করতে হবে।

নোটিস দেখা যাবে https://postimg.cc/GHNpXVPt লিঙ্কে।

 

নদিয়া জেলার শূন্যপদ: ১৪ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। নদিয়া জেলায় অবস্থিত পিএনবির যে-কোনো শাখা থেকে আবেদনপত্র পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি আগামী ৮ মার্চের মধ্যে জমা করতে হবে।

নোটিস দেখা যাবে https://postimg.cc/R6smNJXh লিঙ্কে।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল