Site icon জীবিকা দিশারী

পিএসসির জুডিশিয়াল সার্ভিসের পার্সোন্যালিটি টেস্টের তারিখ

psc

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (Judicial service) ২০২০ সালের পরীক্ষার (বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২০) পার্সোন্যালিটি টেস্টের তারিখ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে।

আগামী ১০ মার্চ থেকে কললেটার ডাউনলোড করা যাবে www.wbpsc.gov.in ওয়েবসাইট থেকে।

নোটিস দেখতে ক্লিক করুন

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version