Site icon জীবিকা দিশারী

পাওয়ার গ্রিডে ৪০ এগজিকিউটিভ ট্রেনি

WBPDCL Recruitment 2023

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও সিভিল ডিসিপ্লিনে ৪০ জন এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে (PGCIL executive trainee recruitment)।

বৈধ গেট ২০২১ স্কোর থাকতে হবে। Ref No: Advt No. CC/06/2020 dtd. 6 Oct 2020.

শূন্যপদ: এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): ২০ (অসংরক্ষিত ১২, ওবিসি এনসিএল ৫, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রনিক্স): ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

এগজিকিউটিভ ট্রেনি (সিভিল): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ২, ইডব্লুএস ২)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং।

ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল (পাওয়ার)/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল)।

ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন তবে ১৪ আগস্ট ২০২১ তারিখের মধ্যে রেজাল্ট বের হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট স্কোর, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

সরাসরি https://careers.powergrid.in/r-cc-et-26-recruitment-2021/h/default.aspx লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত (PGCIL executive trainee recruitment)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Exit mobile version