পাওয়ার গ্রিডে ট্রেনি অফিসার

554
0
PGCIL recruitment 2023

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর) পদে ৪৬ জন নিয়োগ করা হবে। (PGCIL recruitment 2023)

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা সহ একাধিক রাজ্যে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CC/03/2023.

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ে বিবিএ/ বিবিএম/ বিবিএস বা সমতুল ডিগ্রি। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

মোট শূন্যপদ ৪৬
যোগ্যতা বিবিএ/ বিবিএম/ বিবিএস
বয়স ২৭ বছর
আবেদনের ফি ৩০০ টাকা
অফিশিয়াল ওয়েবসাইট http://www.powergrid.in

 

বয়স: ৩০ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর (জন্মতারিখ ৩০ মে ১৯৯৬- ৩০ মে ২০০৫ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে নন-টিচিং স্টাফ নিয়োগ

বেতন: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৭৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ট্রেনিং শেষে জুনিয়র অফিসার (এচিআর) গ্রেড ফোর-এ নিযুক্ত হলে বেতনক্রম ২৫০০০-১১৭৫০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.powergrid.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত। (PGCIL recruitment 2023)

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

সাহিত্য অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ