পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর) পদে ৪৬ জন নিয়োগ করা হবে। (PGCIL recruitment 2023)
পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা সহ একাধিক রাজ্যে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CC/03/2023.
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ে বিবিএ/ বিবিএম/ বিবিএস বা সমতুল ডিগ্রি। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
মোট শূন্যপদ | ৪৬ |
যোগ্যতা | বিবিএ/ বিবিএম/ বিবিএস |
বয়স | ২৭ বছর |
আবেদনের ফি | ৩০০ টাকা |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.powergrid.in |
বয়স: ৩০ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর (জন্মতারিখ ৩০ মে ১৯৯৬- ৩০ মে ২০০৫ সালের মধ্যে)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৭৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
ট্রেনিং শেষে জুনিয়র অফিসার (এচিআর) গ্রেড ফোর-এ নিযুক্ত হলে বেতনক্রম ২৫০০০-১১৭৫০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: http://www.powergrid.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত। (PGCIL recruitment 2023)