কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ২০ ফার্মাসিস্ট নিয়োগ

1165
0
Pharmacist recruitment 2022

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনইউএইচএম সোসাইটিতে চুক্তির ভিত্তিতে ২০ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে (Pharmacist recruitment 2021)৷

বয়সসীমা: ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

পারিশ্রমিক: প্রতি মাসে ২২০০০ টাকা৷

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল স্বীকৃত দু বছরের ফার্মাসিতে ডিপ্লোমা এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অধীন “এ” ক্যাটেগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভায়ায় দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্র খামে ভরে ৩ আগস্ট ২০২১ তারিখের মধ্যে (সকাল ১১টা থেকে বিকেল ৪টে) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেকেন্ড ফ্লোরে রুম নম্বর ২৫৪-তে ড্রপ বাক্সে দিতে হবে৷ খামের উপরে লিখতে হবে “Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Bldg 5, S.N. Banerjee Road, Kolkata 700013”.

ডাকযোগে বা ক্যুরিয়রে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না, শুধুমাত্র ড্রপ বাক্সেই জমা করতে হবে (Pharmacist recruitment 2021)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

উত্তর-মধ্য রেলে ১৬৬৪ অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন