প্রেসিডেন্সিতে পিএইচডি-তে ভর্তির আবেদন

1566
0
PhD Admission 2024

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। PhD Admission 2024

যোগ্যতাঃ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে নিয়োগ

আবেদনের ফিঃ ৫০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ https://presiuniv.ac.in/web/admission.php লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র, পেমেন্ট রিসিট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে The Secretary, faculty Councils, Presidency University, 86/1 College Street, Kolkata 700073 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে। PhD Admission 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন