রাজ্য পুলিশের আবগারি বিভাগে কনস্টেবল/লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট/ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দেবার জন্য যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের প্রথম পর্যায়ের ব্যাচগুলির পর দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ব্যাচগুলিতে শারীরিক পরীক্ষার সূচিও জানানো হয়েছে। তাঁরা এজন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন টেস্টের ৭ দিন আগে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুরের প্রর্থীরা নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজেদের পরীক্ষার স্থান-কাল দেখে নিতে ও পরে যথাসময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। রাজ্য পুলিশের বা আবগারি দপ্তরের (যথাক্রমে www.wbpolice.gov.in ও www.excise.wb.gov.in) ওয়েবপেজে দেওয়া লিঙ্ক থেকে: http://wbprb.applythrunet.co.in/. প্রার্থীদের এসএমএস করেও জানানো হবে। টেস্টের দিন সঙ্গে কী-কী নিয়ে যেতে হবে, কোভিদ জনিত কী সতর্কতা দরকার ইত্যাদি নির্দেশাবলি সহ কোন জেলার প্রার্থীদের কবে কোথায় টেস্ট হবে জানতে পারবেন ২২ ডিসেম্বরের বিজ্ঞপ্তি থেকে (No. WBPRB/NOTICE-27/2020[EC-19]), এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice_EC2.pdf
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল