কলকাতা ও হাওড়ায় ব্যাঙ্কে পিওন নিয়োগ

3103
0
India Post Recruitment 2023

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা ও হাওড়ার শাখায় ৬ জন পিওন নিয়োগ করা হবে (PNB recruitment)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে ইংরেজি পড়া ও লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে।

উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

যেখানকার শূন্যপদের জন্য আবেদন করবেন সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ৬ মার্চের মধ্যে পৌঁছতে হবে

The Chief Manager (HRD), Punjab National Bank, Kolkata West Circle Office, HR Department, 4 N.C. Dutta Sarani, 3rd Floor, Kolkata-700001 ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘RECRUITMENT OF PEONS IN SUBORDINATE CADRE- 2020-21’. অন্যান্য তথ্য জানা যাবে https://www.pnbindia.in/ ওয়েবসাইটে (PNB recruitment)।

আবেদনপত্রের বয়ান সহ নোটিস দেখা যাবে https://postimg.cc/1nwbHgJV লিঙ্কে।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল