পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ

160
0
PNB Recruitment 2025

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

স্পোর্টস কোটা থেকে প্রার্থী বাছাই করা হবে।

যোগ্যতাঃ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটঃ গ্র্যাজুয়েট সঙ্গে ক্রীড়াগত যোগ্যতা।

অফিস অ্যাসিস্ট্যান্টঃ দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে ক্রীড়াগত যোগ্যতা।

বয়সঃ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের ক্ষেত্রে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে।

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ২৪ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিলিগুড়ি পুরনিগমে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.pnbindia.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে The Chief Manager (Recruitment Section),

Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No 4, Sector 10, Dwarka, New Delhi- 110075 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৪ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন