ব্যাঙ্কে অফিসার নিয়োগ

618
0
PNB Specialist Officer Recruitment

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ও অফিসার নিয়োগ করা হবে। PNB Specialist Officer Recruitment

অনলাইন আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

শূন্যপদ: অফিসার-ক্রেডিট: ১০০০, ম্যানেজার- ফোরেক্স: ১৫, ম্যানেজার-সাইবার সিকিউরিটি: ৫, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি: ৫।

বেতন: অফিসার-ক্রেডিট পদে ৩৬০০০-৬৩৮৪০ টাকা। ম্যানেজার পদে ৪৮১৭০-৬৯৮১০ টাকা। সিনিয়র ম্যানেজার পদে ৬৩৮৪০-৭৮২৩০ টাকা।

যোগ্যতা ও বয়স: অফিসার-ক্রেডিট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে।

ম্যানেজার- ফোরেক্স: পূর্ণ সময়ের এমবিএ বা ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সমতুল সঙ্গে ফিনান্স/ ইন্টারন্যাশনাল বিজনেসে স্পেশ্যালাইজেশন থাকতে হবে।

অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

ম্যানেজার সাইবার সিকিউরিটি: কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক।

আইটি ও সাইবার সিকিউরিটিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি: কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক।

আইটি ও সাইবার সিকিউরিটিতে অন্তত চার বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৭-৩৮ বছরের মধ্যে।

মাধ্যমিক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ

আবেদনের ফি: ১০০০ টাকা সঙ্গে জিএসটি। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা সঙ্গে জিএসটি।

আবেদনের পদ্ধতি: www.pnbindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।