রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

1680
0
WB Police Constable Exam

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ ২০১৮ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। যাঁরা ইন্টারভিউয়ে ডাক পেয়ে উপস্থিত হয়েছিলেন তাঁরা তাঁদের পাওয়া নম্বরও দেখতে পাবেন আগামী ৪ অক্টোবর থেকে ১৫ দিনের জন্য বিশেষ লিঙ্কে (https://wbprb.applythrunet.co.in)  নিজের অ্যাপ্লিকেশন নং ও জন্মতারিখ দিয়ে ঢুকে। সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in) বা সরাসরি তাদের এই লিঙ্কে (জেলা বেছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে): http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0005&NotId=195.

ফল দেখা যাবে পর্ষদের অফিসের নোটিসবোর্ডেও (ঠিকানা: WEST BENGAL POLICE RECRUITMENT BOARD, ARAKSHA BHAWAN(GROUND FLOOR), BLOCK -DJ, SECTOR -II,SALT LAKE CITY, KOLKATA-700091.

ফল বেরনোর এই বিজ্ঞপ্তি No. WBPRB/NOTICE-2019/9(CONS.-18) দেখা যাবে এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice%20-const27092019.pdf