রাজ্য পলিউশন কন্ট্রোলে ৪৮ ইঞ্জিনিয়ার, অ্যাসিঃ ও ক্লার্ক নিয়োগ

6305
0
project associate recruitment

ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে ৪৮ জন অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ৫, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ১২, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট: ৩, সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ৫, অ্যাকাউন্টস ক্লার্ক: ৩, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৭, জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট: ১৩৷

পারিশ্রমিক: অ্যাকাউন্টস ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০ টাকা৷ অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদে লেভেল ১৬ অনুযায়ী ৫৬১০০ টাকা৷ জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদে লেভেল ১২ অনুযায়ী ৩৫৮০০ টাকা৷ এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট পদে লেভেল ১০ অনুযায়ী ৩২১০০ টাকা এবং সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে লেভেল ৯ অনুযায়ী ২৮৯০০ টাকা৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ইলেক্ট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/ সিভিল/ মেকানিক্যাল/ এনভায়রনমেন্টাল/ ইনস্ট্রুমেন্টেশন/ অটোমোবাইল বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷

জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: ইলেক্ট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/ সিভিল/ মেকানিক্যাল/ এনভায়রনমেন্টাল/ ইনস্ট্রুমেন্টেশন/ অটোমোবাইলে অথবা স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷

এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট: এনভায়রনমেন্টাল সায়েন্স/ জিওলজি/ বায়োলজি/ জুলজি/ বটানি/ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ ফিজিক্স/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং এনভায়রনমেন্টাল ল্যাবরেটরি/ স্ট্যাটুটারি অর্গানাইজেশন/ অ্যাকাডেমিক ইনস্টিটিউটে দু বছরের অভিজ্ঞতা৷

সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: কমার্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷

অ্যাকাউন্টস ক্লার্ক: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল থেকে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ওয়েস্ট বেঙ্গল কাউ্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন ববা সমতুল থেকে সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা৷

জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুলে মাধ্যমিক পাশ৷

সবক্ষেত্রেই বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে (নেপালিভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)৷

বয়সসীমা: ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে৷ পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষাকেন্দ্রগুলি হল: কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, খড়গপুর৷

আবেদনের ফি: ৩০০ টাকা সঙ্গে জিএসটি৷ রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.wbpcb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

https://wbpcb.azurewebsites.net/pdf/INFORMATION%20BROCHURE.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল