সরকারি পলিটেকনিকগুলির লেকচারার নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশিত

589
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যের সরকারি পলিটেকনিকগুলিতে ১২টি শাখায় লেকচারার নিয়োগের জন্য পিএসসির পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ধরনধারণ ও সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা আগেই জানিয়েছি পরীক্ষাসূচি ও অ্যাডমিট আর্ড ডাউনলোডের বিষয়ে (https://jibikadishari.co.in/?p=9712): আগামী ২৪ ফেব্রুয়ারি দুটি সেশনে এই পরীক্ষা হবে, ১০০ নম্বরের ১০০ প্রশ্নের এমসিকিউ টাইপের, দেড় ঘণ্টার পরীক্ষা। নেগেটিভ মার্কিং থাকবে এক-তৃতীয়াংশ হারে, অর্থাৎ প্রতি ৩টি ভুলের জন্য ১ নম্বর খোয়া যাবে। ১২টি শাখার সিলেবাসের বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf19/SCHEME&SYLS-LECTURER-IN-12-DIFF-SUB-GOVT-POLY.pdf