ডাকবিভাগে রাজ্যে ২৬৬ মাধ্যমিক পোস্টম্যান / মেলগার্ড

2527
0
Postal Recruitment, WB Postal Recruitment, Postman Mailguard Job

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কল-এ পোস্টম্যান/মেলগার্ড পদে ২৬৬ জন তরুণ-তরুণীকে নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হল। নিয়োগ হবে, পোস্টাল/আরএমএস ডিভিশনে। পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেলের এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Rectt/X-16/DR/2017-18, তারিখ: কলকাতা- ২৫ অক্টোবর, ২০১৮ । নিয়োগ হবে এই সার্কলের বিভিন্ন পোস্টাল/আরএমএস ডিভিশনে। মূল বেতন ২১,৭০০-৩৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা, বয়সসীমা: আবেদনের জন্য যোগ্যতা লাগবে অন্তত উচ্চমাধ্যমিক/সমতুল পাশ। কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে অন্তত দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা পরে থাকতে হবে। টু হুইলার বা লাইট মোটর ভেহিকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা ২৪ নভেম্বর, ২০১৮ অনুযায়ী ১৮-২৭ বছর। তপশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: দশম মানের অ্যাপ্টিটিউড টেস্ট হবে ১০০ নম্বরের, সময় ১২০ মিনিট। তাতে থাকবে ৪টি পার্ট, প্রতি পার্টে ২৫টি প্রশ্ন, ১ নম্বর করে মোট ২৫ নম্বর।

পার্ট-‘এ’ জেনারেল নলেজ (Geography, Indian History, freedom struggle, Culture & Sports, General Polity & Constitution of India, Economics, General Science, Current Affairs & Reasoning and analytical ability of 10th Standard)

পার্ট-‘বি’ ম্যাথমেটিক্স (Number Systems, Computation of whole numbers, decimals and fractions, relationship between numbers, fundamental arithmetical operations, percentage, ratio & proportion, profit & loss, simple interest, average, discount, partnership, time & work, time & distance, use of tables and graphs. mensuration),

পার্ট-‘সি (ওয়ান)’ ইংলিশ (Articles, prepositions, conjunctions, tenses, verbs, synonyms & antonyms, vocabulary, sentences structure, proverbs, phrases, questions from a small unseen passage etc),

পার্ট-‘সি (টু)’ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি/বাংলা/নেপালি (for Hindi Shabd pad, Kriyabhed, mishr & sanyukt vakya, vaka rupantaran, swarsandhi, alankar, samas, muhavare & lokoktiyan ashudh vakya shodhan, apathit, gadyansh বাংলার ক্ষেত্রে হবে অনুরূপ শব্দ পদ, ক্রিয়াভেদ, মিশ্র ও সংযুক্ত বাক্য, বাক্য রূপান্তর, স্বরসন্ধি, অলঙ্কার, সমাস, মৌখিক ও প্রচলিত বাক্য সংশোধন, অপঠিত গদ্যাংশ বা আনসিন প্যাসেজ)।

আবেদন ও পরীক্ষার ফি: প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাগবে ১০০ টাকা + ই-পেমেন্টের কমিশন। তারপর আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৪০০ টাকা। মহিলা, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না।

আবেদনপদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে, ২৪ নভেম্বর, ২০১৮-এর মধ্যে। দরখাস্ত করতে হলে প্রথমেই জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করিয়ে রাখতে হবে পাসপোর্ট মাপের এখনকার ফটো (২০-৫০ কেবির মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা সই (২০ কেবির মধ্যে)। উচ্চমাধ্যমিক ও অন্যান্য সার্টিফিকেটের কপিও সঙ্গে নিয়ে বসবেন কারণ নামের বানান, জন্মতারিখ ইত্যাদি লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী। তবে নিজের ফটো ও সই ছাড়া কোনো সার্টিফিকেটের কপি আপলোড করবেন না।

http://cpmgwbrecruit.in/drpmmgoct18/  লিঙ্কে অনলাইনে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে (নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি নথিভুক্ত করে)। তাতে রেজিস্ট্রেশন নম্বর (ইউআরএন) ও পাসওয়ার্ড পাবেন ইমেলে, নিজের মেলবক্সে। তারপর ই-পেমেন্টের চালানের প্রিন্ট-আউট নিয়ে, তা পূরণ করে কোনো ই-পেমেন্টের সুবিধাযুক্ত পোস্ট অফিসে গিয়ে ফি জমা দিতে হবে। এরকম পোস্ট অফিসের তালিকা ওই ওয়েবসাইটের লিঙ্কেই পাবেন। টাকা জমা দেওয়া সম্পূর্ণ হওয়া মানেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হল। টাকা জমা দেবার ৩টি কাজের দিন পরে পেমেন্ট সংক্রান্ত আপডেট মিলিয়ে নেওয়া যাবে নিজের অ্যাকাউন্টে ঢুকে। আগে পাওয়া রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড ও নির্দেশমতো সিকিউরিটি কোড দিয়ে ঢুকতে হবে। সেখান আবেদন ফর্ম পাবেন এবং নির্দেশমতো ফর্ম পূরণ করতে হবে।

আবেদন চূড়ান্তভাবে দাখিল করার আগে প্রিভিউয়ে ভালো করে মিলিয়ে নেবেন। কারণ একবার সাবমিট করা হয়ে গেলে আর সংশোধন করা যাবে না। যাঁরা ২৪ নভেম্বর, ২০১৮ রেজিস্ট্রেশন করবেন তাঁদের ক্ষেত্রে অফলাইনে ফি জমা দেওয়া যাবে ২৮ নভেম্বর, ২০১৮ পর্যন্ত।

অনলাইনে আবেদন করা যাবে এই লিঙ্কে: http://cpmgwbrecruit.in/drpmmgoct18/

শূন্যপদের বিস্তারিত তালিকা এবং পরীক্ষা কেন্দ্রের সিটিকোড ও ই-পেইমেন্ট পোস্ট অফিসের তালিকা দেখা যাবেhttp://www.westbengalpost.gov.in/docs/upload/e55ba9a1aa2a892d67ab983222be10f7.pdf

অনলাইন দরখাস্তের প্রিভিউ, ফি চালানের কপি, পোস্ট অফিসের দেওয়া রশিদ ও রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে রাখবেন, ভবিষ্যতে কোনো যোগাযোগের দরকার হলে লাগবে।

আবেদনের কোনো সমস্যা হলে ইমেল বা ফোন করতে পারেন ইমেল আইডি: postmanmailguard.enquiry@gmail.com

ফোনের হেল্পলাইন নম্বর (শনি-রবি বাদে কাজের দিনগুলিতে সকাল ৯-৩০ থেকে বিকেল ৫-৩০ পর্যন্ত): 1800 419 2929 (Follow IVRS menu. Choose Option 7 in main menu and option 2 in the sub menu)।

শূন্যপদের ডিভিশনওয়াড়ি হিসাব পাওয়া যাবে আবেদনের সাইটেই।

শারীরিক প্রতিবন্ধীদের শূন্যপদ সংরক্ষণের ক্ষেত্রে Ph-I, Ph-II and Ph-III (LV, HH and OH respectively) বলতে বোঝাবে যথাক্রমে Low Vision Impaired, Hearing Impaired and Orthopedically Impaired respectively.

 

 

Postal Recruitment, WB Postal Recruitment, Postman Mailguard Job