Site icon জীবিকা দিশারী

পাওয়ার গ্রিডে ১১১০ অ্যাপ্রেন্টিস

WBPDCL Recruitment 2023

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১১১০ জন আইটিআই, ডিপ্লোমা,

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও এইচআর এগজিকিউটিভ নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট ২০২১ পর্যন্ত৷

শূন্যপদ: ইস্টার্ন রিজিয়ন টু কলকাতা: ৭৪, কর্পোরেট সেন্টার গুরগাঁও: ৪৪, নর্দার্ন রিজিয়ন ওয়ান ফরিদাবাদ: ১৩৪,

নর্দার্ন রিজিয়ন টু জম্মু: ৮৩, নর্দার্ন রিজিয়ন থ্রি লখনউ: ৯৬, ইস্টার্ন রিজিয়ন ওয়ান পাটনা: ৮২,

নর্থ ইস্টার্ন রিজিয়ন শিলং: ১২৭, ওড়িশা প্রোজেক্ট ভুবনেশ্বর: ৫৩, ওয়েস্টার্ন রিজিয়ন ওয়ান নাগপুর: ১১২, ওয়েস্টার্ন রিজিয়ন টু বরোদা: ১১৫,

সাদার্ন রিজিয়ন ওয়ান হায়দরাবাদ: ৭৬, সাদার্ন রিজিয়ন টু বেঙ্গালুরু: ১১৪৷

ট্রেড অনুযায়ী যোগ্যতা ও স্টাইপেন্ড: আইটিআই (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই, প্রতি মাসে ১১০০০ টাকা করে স্টাইপেন্ড৷

ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা, প্রতি মাসে ১২০০০ টাকা স্টাইপেন্ড৷
ডিপ্লোমা সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা, মাসে ১২০০০ টাকা স্টাইপেন্ড৷
গ্র্যাজুয়েট ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের কোর্স), প্রতি মাসে ১৫০০০ স্টাইপেন্ড৷
গ্র্যাজুয়েট সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি চার বছরের পূর্ণ সময়ের, ১৫০০০ টাকা স্টাইপেন্ড৷
গ্র্যাজুয়েট ইন ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি চার বছরের পূর্ণ সময়ের কোর্স, ১৫০০০ টাকা স্টাইপেন্ড৷
গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বিটেক/ বিএসসি

চার বছরের পূর্ণ সময়ের কোর্স, প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন্ড৷

এইচআর এগজিকিউটিভ: পার্সোনেল ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ এমবিএ (এইচআর)/ এমএসডব্লু৷

আবেদনের পদ্ধতি: https://careers.powergrid.in/CCApprenticeShip/w/apply.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক নিয়োগের খবর দেখতে  ক্লিক করুন

 

Exit mobile version