রাজ্যে পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস

1149
0
POWERGRID Recruitment 2023

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের অধীন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম রিজিয়নে ৬৭ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। POWERGRID Recruitment 2023

ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

ট্রেড অনুযায়ী যোগ্যতা ও স্টাইপেন্ড: ইলেক্ট্রিশিয়ান: ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই (পূর্ণ সময়ের কোর্স), স্টাইপেন্ড ১৩৫০০ টাকা।

সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা (তিন বছরের কোর্স), স্টাইপেন্ড ১৫০০০ টাকা।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা (তিন বছরের কোর্স), স্টাইপেন্ড ১৫০০০ টাকা।

ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

ইলেক্ট্রিক্যাল (গ্র্যাজুয়েট): ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের কোর্স), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

সিভিল (গ্র্যাজুয়েট): সিভিল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজিতে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের)।

ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

দক্ষিণ পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস

এইচআর এগজিকিউটিভ: এমবিএ (এইচআর) অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সমতুল। স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

সিএসআর এগজিকিউটিভ: সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভলপমেন্টে দু বছরের পূর্ণ সময়ের মাস্টার ডিগ্রি বা সমতুল, স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

ট্রেনিংয়ের স্থান: ওয়েস্ট বেঙ্গল: আলিপুরদুয়ার, বহরমপুর, বিনাগুরি, বীরপাড়া, ডালখোলা,

দুর্গাপুর, মালদা, মাইথন, রাজারহাট, শিলিগুড়ি, সুভাষগ্রাম, গড়বেতা, কল্যাণী।

সিকিম: রঙ্গপো, গ্যাংটক, নিউ মেল্লি।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.gov.in এবং https://portal.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.powergrid.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

POWERGRID Recruitment 2023

 নোটিসটি দেখতে ক্লিক করুন