Site icon জীবিকা দিশারী

রাজ্যে পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস

POWERGRID Recruitment 2023

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের অধীন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম রিজিয়নে ৬৭ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। POWERGRID Recruitment 2023

ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

ট্রেড অনুযায়ী যোগ্যতা ও স্টাইপেন্ড: ইলেক্ট্রিশিয়ান: ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই (পূর্ণ সময়ের কোর্স), স্টাইপেন্ড ১৩৫০০ টাকা।

সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা (তিন বছরের কোর্স), স্টাইপেন্ড ১৫০০০ টাকা।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা (তিন বছরের কোর্স), স্টাইপেন্ড ১৫০০০ টাকা।

ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

ইলেক্ট্রিক্যাল (গ্র্যাজুয়েট): ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের কোর্স), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

সিভিল (গ্র্যাজুয়েট): সিভিল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজিতে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের)।

ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের), স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

দক্ষিণ পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস

এইচআর এগজিকিউটিভ: এমবিএ (এইচআর) অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সমতুল। স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

সিএসআর এগজিকিউটিভ: সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভলপমেন্টে দু বছরের পূর্ণ সময়ের মাস্টার ডিগ্রি বা সমতুল, স্টাইপেন্ড ১৭৫০০ টাকা।

রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

ট্রেনিংয়ের স্থান: ওয়েস্ট বেঙ্গল: আলিপুরদুয়ার, বহরমপুর, বিনাগুরি, বীরপাড়া, ডালখোলা,

দুর্গাপুর, মালদা, মাইথন, রাজারহাট, শিলিগুড়ি, সুভাষগ্রাম, গড়বেতা, কল্যাণী।

সিকিম: রঙ্গপো, গ্যাংটক, নিউ মেল্লি।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.gov.in এবং https://portal.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.powergrid.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

POWERGRID Recruitment 2023

 নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version