রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখে। পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য প্রশ্নোত্তরের প্র্যাক্টিস সেট দেওয়া হল।
চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি
১। সৃজনশীলতায় সাধারণত যুক্ত থাকে-
(ক) অভিসারী চিন্তন (খ) অপসারী চিন্তন (গ) মডেলিং (ঘ) অনুকরণ
২। প্রেষণা সৃষ্টিতে অন্তরায়গুলি হল-
(ক) মানসিক উদ্বেগ (খ) নিরাপত্তার অভাব (গ) হীনমন্যতা (ঘ) উপরের সবগুলি
৩। প্রেষণার তত্ত্বানুযায়ী শিখনে উন্নতির জন্য শিক্ষক-
(ক) শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রত্যাশা করবেন না (খ) শিক্ষার্থীদের নিকট থেকে খুব প্রত্যাশা করবেন (গ) শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবোচিত প্রত্যাশা করবেন (ঘ) শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করবেন
৪। বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য ও সংগীত পরিবেশন এবং বিদ্যালয়ে ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হল–
(ক) বিদ্যালয়ের নাম প্রচার করা (খ) পিতামাতার সন্তুষ্টি আনয়ন করা (গ) শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উতসাহিত করা (ঘ) বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান
৫। দৈহিক বিকাশ নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
(ক) পরিবারের আর্থ সামাজিক অবস্থা (খ) শিশুর খেলার সাথী (গ) শিশুর বুদ্ধি (ঘ) শিশুর লিঙ্গ
৬। তপশিলি উপজাতি কাদের বলা হয়?
(ক) যে সব সম্প্রদায়ের মধ্যে আদিবাসীদের লক্ষণ দেখা যায় (খ) যে সব সম্প্রদায় নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী (গ) যে সব সম্প্রদায় ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন (ঘ) সবকটি সঠিক
৭। শিখন সমস্যা বলতে বোঝায়-
(ক) পঠন অক্ষমতা (খ) লিখন অক্ষমতা (গ) গাণিতিক অক্ষমতা (ঘ) উপরের সবগুলি
৮। শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হল-
(ক) মনোবিদ্যা (খ) জীববিদ্যা (গ) সমাজবিদ্যা (ঘ) উপরের সবগুলি
৯। শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে-
(ক) `নিজ সম্পর্কে ধারণা’ গঠনের পর (খ) `নিজ সম্পর্কে ধারণা’ গঠনের পূর্বে (গ) `নিজ সম্পর্কে ধারণা’ এবং সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে (ঘ) উপরের কোনোটিই নয়
১০। বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
(ক) ক্যাস্টেল (খ) থর্নডাইক (গ) থার্সটোন (ঘ) কোনোটি সঠিক নয়
উত্তর
১. (খ) ২. (ঘ) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ঘ)
প্রথম ভাষা: বাংলা
১। নিচের কোনটি বাগযন্ত্র?
(ক) দাঁত (খ) চোখ (গ) কান (ঘ) ত্বক
২। সংস্কৃত সন্ধি সাধারণত কয় প্রকার?
(ক) এখ প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
৩। `আওয়াজ’ শব্দটি হল-
(ক) দেশি শব্দ (খ) বিদেশি শব্দ (গ) তৎসম শব্দ (ঘ) ফারসি
৪। নিচের কে চৈতন্যের জীবনী কাব্য রচনা করেছেন?
(ক) কৃষ্ণদাস কবিরাজ (খ) বৃন্দাবন দাস (গ) উল্লিখিত দুজনেই (ঘ) কেউই নন
৫। `লোক রহস্য’ গ্রন্থটির লেখক কে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় (ঘ) কোনোটি সঠিক নয়
৬। লোকগীতি শব্দটির ব্যাসাবাক্য কী হবে?
(ক) লোক ও গীতি (খ) লোকের গীতি (গ) লোকসমাজে প্রচলিত গীতি (ঘ) কোনোটি নয়
৭। বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শন কোন কাব্যে পাওয়া যায়?
(ক) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে (খ) চর্যাপদে (গ) মহাভারতে (ঘ) রামায়ণে
৮। বিপরীত শব্দ লিখুন: আসামি
(ক) উকি (খ) বিচারক (গ) ফরিয়াদি (ঘ) স্বামী
৯। সন্ধি বিচ্ছেদ করুন: প্রত্যাগমন
(ক) প্রতি+আগমন (খ) প্র+তি+গমন (গ) প্রত্যা+গমন (ঘ) প্রতিঃ+আগমন
১০। ভাঁড়ুদত্তের কাহিনি কোন মঙ্গল কাব্যে আছে?
(ক) শিবমঙ্গল (খ) অন্নদামঙ্গল (গ) চণ্ডীমঙ্গল (ঘ) মনসামঙ্গল
উত্তর
১. (ক) ২. (খ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (গ) ৭. (খ) ৮. (গ) ৯. (ক) ১০. (গ)
CLICK HERE TO DOWNLOAD THE PDF
SECOND LANGUAGE: ENGLISH
Fill in the blanks to make the sentences meaningfully complete (1 to 6):
- The police have ……. A complaint against four persons.
(a) entered (b) lodged (c) registered (d) noted
- There is no doubt that one has to keep …… with the changing times.
(a) aside (b) oneself (c) pace (d) himself
- This book is a useful ….. to your library.
(a) arrival (b) discovery (c) asset (d) addition
- Anita…….. me of a girl I used to know.
(a) remembers (b) recalls (c) recollects (d) reminds
- Rahul had …….. pain in his stomach.
(a) high (b) strong (c) deep (d) severe
- We will be late if we …… not leave now.
Choose the word which can be substituted for the given phrase/sentence (7 to 9):
- The line which a plough cuts in the ground.
(a) Vale (b) Trench (c) Furrow (d) Through
- Of unknown and unadmitted authorship.
(a) Gullible (b) Anonymous (c) Unanimous (d) Vexation
- A person without manners or polish.
(a) Rustic (b) Naïve (c) Boorish (d) Barbarian
Answers
- (c) 2. (c) 3. (d) 4. (d) 5. (d) 6. (a) 7. (c) 8. (b) 9. (a)
পরিবেশ বিদ্যা
১। নিচের কোনটি পরিবেশের আবহাওয়া জনিত উপাদান নয়?
(ক) তাপমাত্রা (খ) বৃষ্টিপাত (গ) জৈবগঠন (ঘ) বাতাসের জলীয় বাষ্প
২। গুজরাতের ভুজে ভয়াবহ ভূমিকম্প হয়-
(ক) ১৯৯৫ সালে (খ) ১৯৯৬ সালে (গ) ২০০ সালে (ঘ) ২০০১ সালে
৩। অরণ্য নিধনের ফলে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয় তার মধ্যে প্রধান হল-
(ক) ভূমিকম্প (খ) আগ্নেয়গিরি (গ) বন্যা (ঘ) খরা
৪। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল-
(ক) প্রায় ১ লক্ষ কিমি (খ) প্রায় ১০ লক্ষ কিমি (গ) ১ কোটি কিমি (ঘ) প্রায় ১৫ কোটি কিমি
৫। সানস্পট হল-
(ক) সূর্যের তুলনামূলক ঠাণ্ডা ও অনুজ্বল স্থান (খ) সূর্যের তুলনামূলক উত্তপ্ত ও উজ্বল স্থান (গ) সূর্যের কেন্দ্রীয় অঞ্চল (ঘ) সূর্যের বলয়
৬। ভূত্বকের সর্ববহিঃস্থ স্তরকে বলে-
(ক) হাইড্রোস্ফিয়ার (খ) লিথোস্ফিয়ার (গ) ম্যান্টেল (ঘ) কোর
৭। গঠনগত দিক থেকে বাস্তুতন্ত্রের উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) চারটি (খ) পাঁচটি (গ) ছয়টি (ঘ) আটটি
৮। সমুদ্রের অ্যাবিসাল অতল-গভীর অঞ্চল হল-
(ক) ৩০০ ফ্যাদম বা ১২০০ হাতেরও বেশি গভীর অঞ্চল (খ) সবথেকে উপরের জলাঞ্চল (গ) ২০০ মিটার গভীর জলাঞ্চল যেখানে আলোর প্রবেশ যথারীতি হয় (ঘ) কোনোটি সঠিক নয়
৯। নিচের কোন রোগের সঙ্গে জলের গভীর সম্পর্ক রয়েছে?
(ক) মাম্পস (খ) ম্যালেরিয়া (গ) এইডস (ঘ) কলেরা
১০। মানুষের দেহে আর্সেনিকের প্রধান উৎস কী?
(ক) নলকূপের জল (খ) পুকুরের জল (গ) বৃষ্টির জল (ঘ) সমুদ্রের জল
উত্তর
১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (খ) ৭. (ক) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক)
অঙ্ক
২। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক পায়রা ও কিছু সংখ্যক হরিণ আছে। যখন পা গোনা হয় তার সংখ্যা 500 এবং যখন মাথা গোনা হয় তার সংখ্যা 170। হরিনের সংখ্যা নির্ণয় কর।
(a) 90 (b) 100 (c) 80 (d) 50
উত্তর
১. (c) ২. (c)
CLICK HERE TO DOWNLOAD THE PDF