কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ

1235
0
Prasar Bharati Recruitment 2023

প্রসার ভারতীর অধীন দূরদর্শন কেন্দ্র কলকাতাতে অ্যাসাইনমেন্ট বেসিসে কর্মী নিয়োগ করা হবে। Prasar Bharati Recruitment 2023

নম্বর: DDK/KOL/PROG/2023-24/Part-1

যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল– পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার,

ভিডিও অ্যাসিস্ট্যান্ট, সেট অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, সিজি অপারেটর,

ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, রিসোর্স পার্সন (প্রোগ্রাম, স্টুডিও ফ্লোর, লাইটিং অ্যাসিস্ট্যান্ট)।

উত্তর ২৪ পরগনায় স্বাস্থকর্মী নিয়োগ

পারিশ্রমিক: পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ৩৫০০ টাকা। বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার পদে প্রতি অ্যাসাইনমেন্টে ৩০০০ টাকা।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ৫০০০ টাকা। সেট অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ৩০০০ টাকা।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ২৫০০ টাকা। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ২০০০ টাকা।

স্নাতক যোগ্যতায় কলকাতা পুলিশে চাকরি

সিজি অপারেটর পদে প্রতি অ্যাসাইনমেন্টে ২০০০ টাকা। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি অ্যাসাইনমেন্টে ২৫০০ টাকা।

রিসোর্স পার্সন পদে প্রতি অ্যাসাইনমেন্টে ৩০০০ টাকা।

সব ক্যাটেগরির ক্ষেত্রেই প্রতি মাসে সর্বাধিক ৭টা এবং সারা বছরে ৮৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

রাজ্যে ফুড সাব ইনস্পেক্টর নিয়োগ

বয়স: ২১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://prasarbharati.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স hiring.ddbangla@gmail.com ইমেল আইডিতে মেইল করতে হবে।

এছাড়াও Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, GolfGreen, Kolkata- 700095

ঠিকানায় ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে জমা করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে। Prasar Bharati Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন