Site icon জীবিকা দিশারী

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি অ্যাসিঃ, পিওন নিয়োগ

PhD Admission 2024

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (presidency university recruitment 2022),

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পিওন পদে ৮১ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PU/2022/2/NT/GEN/04.

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে বেতন ৩৫৮০০-৯২১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৫ অনুযায়ী ২৭৫০০-৭০৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

জুনিয়র পিওন পদে লেভেল ১ অনুযায়ী ১৮৫০০-৪৭৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

শূন্যপদ: জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: ৪, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭৮, জুনিয়র পিওন: ১৫।

আরও খবর: এসএসসির মাধ্যমে ট্র্যান্সলেটর নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি। এক বছরের অভিজ্ঞতা ও লাইব্রেরিয়ানশিপ/ লাইব্রেরি অটোমেশনের দক্ষতা বাঞ্ছনীয়।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন থেকে বিএসসি/ বিসিএ/ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার সায়েন্সে এমসিএ/ এমএসসি বাঞ্ছনীয়।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: হায়ার সেকেন্ডারি বা সমতুল পাশ। তিন বছরের ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটারের বেসিক নলেজ বাঞ্ছনীয়।

জুনিয়র পিওন: অষ্টম শ্রেণি পাশ। এক বছরের অভিজ্ঞতা এবং ইংরেজি লিখতে ও পড়তে জানা বাঞ্ছনীয়।

আবেদনের পদ্ধতি: https://presiuniv.ac.in/web/universitystaff/login.php পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৯ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (presidency university recruitment 2022)।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version