প্রাইমারি টেট-এর প্রস্তুতিতে শিশু মনস্তত্ত্বের প্রশ্নোত্তর

781
0
SSC CHSL Exam Date

১. শারীরিক বিকাশ শিশুর আচরণকে-

(ক) প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে (খ) পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে (গ) উভয়ভাবে নিয়ন্ত্রণ করে (ঘ) কোনোভাবেই নয়

উত্তর- উভয়ভাবে নিয়ন্ত্রণ করে

২. একক অভীক্ষা-

(ক) গঠনগত মূল্যায়নে প্রয়োজন (খ) সমষ্টিগত মূল্যায়নে প্রয়োজন (গ) সংগঠনমূলক শিক্ষণে প্রয়োজন (ঘ) সামগ্রিক মূল্যায়নে প্রয়োজন

উত্তর- গঠনগত মূল্যায়নে প্রয়োজন

৩. শিক্ষণ প্রস্তুতি পরিমাপের প্রশ্নগুলি হবে-

(ক) শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী (খ) শিক্ষণ পরিস্থিতি অনুযায়ী (গ) শিক্ষকের ইচ্ছানুযায়ী (ঘ) শিক্ষার্থীদের সামর্থ অনুযায়ী

উত্তর- শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী

৪. নিচের কোনটিক আপনি সমর্থন করবেন?

(ক) গণতান্ত্রিক দেশে সংরক্ষণ প্রথা সমর্থনযোগ্য নয় (খ) গণতন্ত্রের জন্যই সংরক্ষণ সমর্থনযোগ্য (গ) সংরক্ষণ প্রথা গণতন্ত্রকে সার্থক রূপ দিতে পারে (ঘ) সংরক্ষণ প্রথা গণতন্ত্রের পক্ষে অন্তরায়

উত্তর- গণতন্ত্রের জন্যই সংরক্ষণ সমর্থনযোগ্য

৫. স্মরণ ক্ষমতার-

(ক) উন্নতি সম্ভব (খ) উন্নতি সম্ভব নয় (গ) সর্বোচ্চ ব্যবহার সম্ভব (ঘ) কোনোটি সঠিক নয়

উত্তর- সর্বোচ্চ ব্যবহার সম্ভব

৬. মনস্তত্ত্বের উদ্দেশ্য হল-

(ক) আচরণকে বিশ্লেষণ করা (খ) আচরণ সম্পর্কে পূর্বাভাস দান (গ) আচরণকে নিয়ন্ত্রণ করা (ঘ) সবকটি সঠিক

উত্তর- সবকটি সঠিক

৭. স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি হল-

(ক) সামাজিক বঞ্চনা (খ) সামাজিক কাজে অত্যধিক অংশগ্রহণ (গ) অধিক নির্ভরশীলতা (ঘ) কুসংস্কার

উত্তর- অধিক নির্ভরশীলতা

৮. সক্রিয় ও নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন-

(ক) উডওয়ার্থ (খ) গ্যালটন (গ) মেন্ডেলেভ (ঘ) টারম্যান

উত্তর- মেন্ডেলেভ

৯. অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন-

(ক) শিখনের জন্য অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত (খ) শিখনের অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত (গ) উভয়ের অন্তর্ভুক্ত (ঘ) কোনোটিই অন্তর্ভুক্ত নয়

উত্তর- উভয়ের অন্তর্ভুক্ত

১০. মানব সভ্যতার উন্নয়নের মৌলিক শর্ত কী?

(ক) বাসস্থান (খ) খাদ্য (গ) রসদ (ঘ) শিক্ষা

উত্তর- শিক্ষা

১১. সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে নিচের কোনটি বোঝায়?

(ক) সমাজ সমর্থিত আচরণ শিখন (খ) সামাজিক ভূমিকা পালন করা (গ) সামাজিক মনোভাবের বিকাশসাধন (ঘ) সবগুলি সঠিক

উত্তর- সবগুলি সঠিক

১২. সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল-

(ক) শিক্ষা (খ) ভাষা (গ) লোকালয় (ঘ) প্রযুক্তি

উত্তর- ভাষা

১৩. নির্মিতিবাদের সঙ্গে-

(ক) আচরণবাদের সাদৃশ্য দেখা যায়

(খ) জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়

(গ) সমগ্রতাবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়

(ঘ) কোনোটি সঠিক নয়

উত্তর- জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়

১৪. প্রথমে (১৯৮৩ সালে) গার্ডেনার তাঁর বহুমুখী বুদ্ধিতত্ত্বে কয় ধরনের বুদ্ধির কথা উল্লেখ করেছেন?

(ক) পরাঁচ ধরনের (খ) ছয় ধরনের (গ) সাত ধরনের (ঘ) আট ধরনের

উত্তর- সাত ধরনের

১৫. শিখনের মানবতাবাদী তত্ত্বে নিচের কোনগুলি শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশের পক্ষে সহায়ক

(ক) আত্মপ্রত্যয় বিকাশ (খ) আত্মপ্রকাশ (গ) আত্মপ্রতিষ্ঠা (ঘ) সবগুলি ঠিক

উত্তর- সবগুলি ঠিক