প্রাথমিক ১৬,৫০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন শুরু

5505
0
DPS Recruitment 2024

 

 

১৬৫০০ পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। জীবিকা দিশারীতে আমরা আগেই জানিয়েছিলাম, আগামী ১০ জানুয়ারী থেকে এই মর্মে ইন্টারভিউ গ্রহণ শুরু হবে।

 

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এই ইন্টারভিউয়ের জন্য ২৩ ডিসেম্বর, ২০২০ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। সেইমতোই আবেদন গ্রহণ শুরু হল, চলবে আগামী ৬ জনুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা হবে।

 

যোগ্যতা: পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিটিইর নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক গৃহীত টেট ২০১৪ উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বরের ছাড় রয়েছে। প্রার্থী যে মাধ্যমের স্কুলের জন্য আবেদন করবেন, সেই ভাষায় পড়া, লেখা ও বলার দক্ষতা থাকতে হবে।

 

বয়স: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

 

বেতনক্রম: ২৮,৯০০টাকা + ডি এ + ১২% এইচআরএ এবং এর সঙ্গে মেডিকেল আলাউয়েন্স রয়েছে।

 

আবেদন: আগামী ৬ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

 

আবেদন ফি: ২০০ টাকা (রাজ্যের এসসি, এসটি ও পিএইচ প্রার্থীদের জন্য ৫০ টাকা।

 

আবেদন লিঙ্ক: www.wbbpe.org / wbprimaryeducation.org

 

ইন্টারভিউ: আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ গ্রহণ করা হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দিষ্ট তারিখ, স্থান সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে।

 

Primary Recruitment, Primary Tet, wbjobs