প্রাইমারি টেট-এর অনলাইন আবেদন শুরু

3324
0
wbjee admit card 2023 released

প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষক নিয়োগের টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে (primary tet)।

পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখে। পরীক্ষা পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন।

যোগ্যতা: ১। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা

অথবা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে চার বছরের ব্যাচেলর অব এলিমেন্টারি এডুকেশন (বিএলএড)

অথবা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এ ডিপ্লোমা

অথবা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক এবং ব্যাচেলর অব এডুকেশন (বিএড)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

২। এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন অথবা যাঁরা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএড (স্পেশ্যাল এডুকেশন) কোর্সের চূড়ান্ত পরীক্ষার দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেনস তাঁরা আবেদন করতে পারবেন।

অথবা ইতিমধ্যে বিএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা যাঁরা দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেন, তাঁরা টেট দিতে পারবেন, অথবা যাঁরা ডিএলএড/ ডিএড (স্পেশ্যাল এডুকেশন)/ বিএড প্রশিক্ষণ নিচ্ছেন (শিক্ষাবর্ষ ২০২২-২০২২) ও ডিএলএড/ ডিএড (স্পেশ্যাল এডুকেশন)/ বিএড (শিক্ষাবর্ষ ২০২০-২০২২) প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও টেট-এ বসার যোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

আবেদনের ফি: ১৫০ টাকা, ওবিসি এ এবং বি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://www.wbbpe.org/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (primary tet)।