BREAKING NEWS : প্রাথমিক টেট আগামী ৩১ জানুয়ারি, নতুন আবেদন নয়

3696
0
SSC Exam Calendar 2024

অবশেষে প্রাইমারী টেট ২০১৭ (Primary Tet 2017) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩১ জানুয়ারি, ২০২১। বিজ্ঞপ্তি নম্বর ১১৬৭/বিপিই/২০১৭, তারিখ – ১২/০৫/২০১৭ অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি, রবিবার সারা রাজ্য জুড়ে অফলাইন পদ্ধতিতে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষা নেওয়া হবে বেলা ১ টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত। প্রার্থীদের অনলাইনে এডমিট কার্ড দেওয়া হবে। অনলাইনেই প্রার্থীদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র ও অন্যান্য জরুরি তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

২০১৭ সালের প্রাইমারি টেট -এর (Primary TET) বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন, তারাই এই পরীক্ষা দিতে পারবেন। নতুন করে আবেদন গ্রহণ হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রায় আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে এই পরীক্ষা দেওয়ার জন্য।

আরও খবর – 

কেন্দ্রের সারাদেশের অফিসগুলিতে গ্র্যাজুয়েটদের ৬৫০৬ চাকরি

Primary Exam, Primary TET, Primary TET Exam 2017