প্রাথমিক শিক্ষক পদের জন্য বিএড সহ টেট উত্তীর্ণদের আবেদন

1405
0
Primary Tet

পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের বিএড পাশ যে প্রার্থীরা টেট ২০১৪ পাশ করেছেন এবং মামলা করে আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন (প্রাইমারি বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে এই প্রার্থীদের টেট রোল নম্বর ও অ্যাপ্লিকেশন নম্বর সহ একটি তালিকা আপলোড করেছে) এবং ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোডও করেছেন তাঁরা নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে পারেন এই লিঙ্কদুটির কোনোটিতে:

www.wbbpe.org বা http://wbbprimaryeducation.org

তাঁদের তালিকা সহ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি (Memo no. 03/BPE/2021, Date: 04.01.2021 এবং Memo no. 05/BPE/2021, Date: 04.01.2021) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice04012021.pdf

 

WB Primary, WB TET, Primary TET