প্রাইমারি টেট ২০১৭ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা 

schedule
2021-01-28 | 10:35h
update
2021-01-28 | 10:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

প্রাথমিক টেট ২০১৭ (Primary TET) পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ৩১ জানুয়ারি প্রাইমারি টেট ২০১৭ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষা হবে বেলা ১টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত।

দেখে নেওয়া যাক নির্দেশিকাগুলি:–

১) বেলা ১২টা নাগাদ অ্যাডমিট  কার্ড নিয়ে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে হলে প্রবেশ বাঞ্ছনীয়।

২) পরীক্ষাকক্ষে কোনো ব্যাগ নিয়ে ঢোকা যাবে না।

৩) মুখে মাস্ক পরা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক।

Advertisement

৪) মোবাইল ফোন, ক্যালকুলেটর না অন্যান্য ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। এরকম কোনো জিনিস পাওয়া গেলে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

৫)  কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে পরীক্ষার জন্য।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য প্রশাসন একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গত সোমবার রাজ্যের মুখ্যসচিব ইতিমধ্যে প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের আলোচনা করেছেন। পরিবহন ব্যবস্থা সুগম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতির (COVID-19) কথা মাথায় রেখে এক একটি পরীক্ষাকেন্দ্রে ২০০ জনের বেশি পরীক্ষার্থী রাখা হবে না। প্রতিটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থীকে বসার ব্যবস্থা করা হবে। সারা রাজ্য জুড়ে প্রায় হাজার খানেক পরীক্ষাকেন্দ্র ব্যবস্থা করা হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর।

পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক : ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডAMP

Primary, Primary TET, Primary TET Exam

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 13:14:12
Privacy-Data & cookie usage: