প্রাইমারি টেটের দশম-পনেরো দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা

1435
0
wbjee admit card 2023 released

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ১০-১৫ দফায় ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফে একটি নোটিস জারি করে এমনটা জানানো হয়েছে। মেমো নম্বর: 685/WBBPE/2023.

দশম দফায় ইন্টারভিউ হবে মালদায়, তারিখ- ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল ২০২৩।

এগারোতম দফায় ইন্টারভিউ হবে মুর্শিদাবাদে, তারিখ- ১৯ এপ্রিল, ২০ এপ্রিল এবং ২৪ এপ্রিল।

বারোতম দফায় ইন্টারভিউ হবে উত্তর ২৪ পরগণায়, তারিখ- ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল।

তেরোতম দফায় ইন্টারভিউ হবে হুগলিতে, তারিখ ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিল ২০২৩।

চোদ্দতম দফায় ইন্টারভিউ হবে দক্ষিণ ২৪ পরগণায়, তারিখ- ২ মে, ৩ মে এবং ৪ মে।

পনোরোতম দফায় ইন্টারভিউ হবে পুরুলিয়াতে, তারিখ- ৬ মে এবং ৮ মে ২০২৩।

পিএসসির পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন

 

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন যে সমস্ত নথি সঙ্গে নিয়ে যতে হবে সেগুলি হল-

টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি, মাধ`মিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, উচ্চমাধ্যমিকের মার্কশিট,

স্নাতক পাশের মার্কশিট, বিএড/ ডিএলএড/ ডিএড এর মার্কশিট ও সার্টিফিকেট, ভোটার বা আধার কার্ড, জাতিগত শংসাপত্র,

এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট মাপের ছবি ইত্যাদি।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইট